সহজে নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

আপনি কি আপনার নগদ একাউন্ট দেখতে চান? নিচে দেওয়া দুটি নিয়মের যেকোনো নিয়ম মেনে খুব সহজেই আপনার নগদ দেখতে পারেন।

আপনি কি আপনার নগদ একাউন্ট দেখতে চান? নিচে দেওয়া দুটি নিয়মের যেকোনো নিয়ম মেনে খুব সহজেই আপনার নগদ দেখতে পারেন।

সহজে নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩


নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনি দুটি উপায়ে এ নগদ একাউন্ট চেক করতে পারবেন। প্রথমটি নগদ ইউএসএসডি কোড দিয়ে অথবা নগদ অ্যাপস এর মাধ্যমে।

ইউএসএসডি কোড ডায়াল করে

নগদ ইউএসএসডি কোড হলো: *167# এই কোড টি ডায়াল করে নগদ একাউন্ট দেখাতে পারবেন। 

প্রথমে *167# ডায়াল করুন, My nagad অপশন এর জন্য 7 লিখে Send করুন, এরপর ব্যালেন্স দেখতে 1 লিখে send করুন এবং তারপর আপনার নগদ একাউন্ট এর পিন কোড send করুন, তাহলেই আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

নগদ অ্যাপস এর মাধ্যমে

অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্ট দেখার জন্য প্রথমে, অ্যাপটি ওপেন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 

তারপর "ব্যালেন্স জানতে ট্যাপ করুন"  অথবা যদি ইংরেজি ভাষা করা থাকে তাহলে  "tap for balance" লেখাটিতে ক্লিক করলেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখাতে পারবেন।

Getting Info...

About the Author

Visit My Website SisirBindu

একটি মন্তব্য পোস্ট করুন