বর্তমান বিশ্বের প্রায় সকল দেশের ভিসা অনলাইনে চেক করা যায়, সৌদি ভিসা ও এর ব্যতিক্রম নয়। অনলাইনে সৌদি ভিসা কিভাবে চেক করে জানতে চান?
পূর্বে "enjazit.com.sa" নামের ওয়েবসাইট সৌদি আরবের ভিসা চেক করার জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন তা "visa.mofa.gov.sa" হিসাবে পরিবর্তিত হয়েছে। নতুন ওয়েবসাইটটি তে ভিসা নম্বর অথবা পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করা যায়। এই পোস্টে আমরা নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার বিস্তারিত তথ্য আলোচনা করব।
সৌদি ভিসা চেক করার নিয়ম ২০২২
প্রথম ধাপ: নতুন নিয়মে সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনি প্রথমে আপনার সার্চ বারে টাইপ করবেন visa.mofa.gov.sa/Enjaz/GetVisaInformation/Person অথবা মোবাইল ব্রাউজার বা কম্পিউটার ব্রাউজার থেকে নিচের লিঙ্কটি ওপেন করতে হবে। Link: https://visa.mofa.gov.sa/Enjaz/GetVisaInformation/Person এটি সৌদি ভিসা চেক করার নতুন ওয়েবসাইট, প্রথমে এই সাইটে প্রবেশ করতে হবে।
লিংকে প্রবেশ করার পর যদি পেইজটি আরবিতে থাকে তাহলে উপরে ডান পাশে মেনু বাটনে ক্লিক করে সেখানে English অপশনে ক্লিক করুন তাহলে পেজটি আরবী থেকে ইংরেজি হয়ে যাবে।
দ্বিতীয় ধাপ: তারপর সেখানে আপনার Visa Issued Number এর জায়গায় আপনার ভিসা নাম্বারটি টাইপ করুন, Visa Issuing Authority তে আপনার শহরের নামটি সিলেক্ট করতে হবে যেমন ঢাকা, Sponsor ID এর জায়গায় ভিসাতে থাকা স্পন্সর আইডি নাম্বারটি দিতে হবে এরপর Image Code এর ঘরে সেখানে দেখানো নাম্বারটি দেখে দেখে টাইপ করতে হবে তারপর সার্চ অপশন ক্লিক করতে হবে।
এরপর আপনি আপনার ভিসার সকল তথ্য দেখতে পারবেন। আপনি আপনার সৌদি ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন যে ভিসাটি বৈধ কিনা ভিসাটির সমস্ত তথ্য যেমন sponsor কোম্পানি এর নাম, আপনার ভিসা কি ধরনের ভিসা, কতদিন মেয়াদের ভিসা ইত্যাদি।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরন করতে হবে:
প্রথম ধাপ: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটার ব্রাউজার বা মোবাইল ব্রাউজার থেকে নিচের লিঙ্কটি ওপেন করতে হবে। Link: https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
লিংকে প্রবেশের পর যদি পেইজটি আরবিতে থাকে তাহলে উপরে ডান পাশে মেনু বাটনে ক্লিক করে সেখানে English অপশনে ক্লিক করুন তাহলে পেজটি আরবী থেকে ইংরেজি হয়ে যাবে।
দ্বিতীয় ধাপ: তারপর সেখানে ওপরের ছবির মত Find Applicant Data নামক ফ্রম ওপেন হবে সেখানে আপনার Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন, Current Nationality তে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এরপর Visa Type হিসেবে আপনার ভিসা কোন ধরনের তা সিলেক্ট করতে হবে যেমন Work আথবা business, Visa Issuing Authority তে ঢাকা সিলেক্ট করে দিতে হবে, সবশেষে Image Code টি লেখার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনি আপনার সৌদি ভিসার সকল তথ্য দেখতে পাবেন।
আরো দেখুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২
কিভাবে বুঝবেন আপনার ভিসা বৈধ?
যেহেতু সৌদি আরবের ভিসায় আপনার পেশা এবং Sponsor name আরবিতে লেখা থাকে তাহলে কোম্পানির নাম কিভাবে দেখবেন? আপনি খুব সহজে গুগল ট্রান্সলেট ব্যবহার করে কোম্পানির নাম ইংরেজী বা বাংলায় অনুবাদ করতে পারবেন।
কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে কোম্পানির নামটি ইংরেজিতে অনুবাদ করে তারপর সেটি গুগলে সার্চ করতে হবে তাহলে আপনি কোম্পানিটির বিস্তারিত তথ্য অনলাইনে দেখতে পারবেন। যেমনঃ কোম্পানিটি কোথায় অবস্থিত, কোম্পানির স্থপতি কাজের ধরন বা কি কাজ করে ইত্যাদি। আর যদি আপনি কোন তথ্য দেখতে না পান তাহলে বুঝতে হবে করুন সরবরাহকারী সংস্থাটি নতুন গঠিত হয়েছে। এছাড়া আপনি চাইলে গুগল লেন্স ব্যবহার করেও সম্পূর্ণ তথ্য বাংলায় অনুবাদ করে নিতে পারবেন।
আরো দেখুনঃ ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
কিভাবে বুঝবেন কোন পেশায় নিয়োগ দেওয়া হয়েছে?
সৌদি ভিসা চেক করার পর আপনি সেখানে আপনার Occupation দেখতে পাবেন সেটি কপি করে গুগল ট্রান্সলেট ব্যবহার করে অনুবাদ করে আপনার পেশা দেখতে পারবেন।