শিশির বিন্দু - SisirBindu
শিশির হলো কোনো শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট বিন্দু। যাকে শিশির বিন্দু (Dewdrop) বলে। আজকের পোস্টে শিশির বিন্দু কি এবং এর বিভিন্ন ছবি দেওয়া হয়েছে।
![]() |
শিশির বিন্দু - SisirBindu |
শিশির বিন্দু কি?
সাধারণত বাতাস একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জলীয় বাষ্প ধারণ করতে পারে। বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে যেমন ধারন ক্ষমতা বেরে যায়, তেমনি তাপমাত্রা কমলে ধারন ক্ষমতা কমে যায়। সাধারণত সন্ধার পরে তাপমাত্রা কমে যায় এবং বাতাস জলীয় বাষ্পের পরিমান বেশি হয়ে থাকে। যদি তাপমাত্রা আরো বেশি কমে যায়, তখন বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না এবং তা শীতল বস্তুর উপর ক্ষুদ্র পানির কণা হিসেবে জমা হয়। এ পানির বিন্দু শিশির বিন্দু SisirBindu নামে পরিচিত (যেমন, ঘাসের উপর শিশির বিন্দু জমা হয়)।
শিশিরের পরিমাপ করার জন্য ড্রোজোমিটার নামক যন্ত্র ব্যবহার করা হয়।
এবং এই নাম থেকেই আমাদের ওয়েবসাইট এর নাম শিশির বিন্দু SisirBindu রাখা হয়েছে। Sisir Bindu
নিচে শিশির বিন্দুর কিছু ছবি দেওয়া হলোঃ
![]() |
Sisir bindu শিশির বিন্দু |
![]() |
শিশির বিন্দু |
![]() |
Sisir bindu |
![]() |
sisirbindu.xyz |