আজ আমি আপনাদের সাথে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনারা যারা রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহক অথবা নতুন গ্রাহক তারা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আজকের পোস্টটি মূলত তাদের জন্য । আপনার রকেট অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা বা আপনার রকেট অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে? তা যদি আপনি জানতে চান, বা রকেট একাউন্ট চেক করতে চান তাহলে আপনাকে অবশ্যই রকেট কোড Rocket Code জানতে হবে। আজকের এই পোস্টে আমি রকেট একাউন্ট কোড নিয়ে লিখব।
রকেট একাউন্ট চেক করার কোড ( Rocket Code)
আপনি যদি আপনার রকেট অ্যাকাউন্টের তথ্য দেখতে চান তবে আপনাকে রকেট কোড Rocket Dial Code ব্যবহার করতে হবে যা সাধারণত রকেট অ্যাপ্লিকেশন সমর্থন দ্বারা নির্ধারিত হয়।
রকেট কোড Rocket Code এর মাধ্যমে অ্যাকাউন্টটি দেখার জন্য, আপনাকে প্রথমে *322# ডায়াল করতে হবে।
আপনি যখন রকেট কোড ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে আপনার আপনি একটি বড় মেনু দেখতে পাবেন তখন
1.বিল পে, 2.সেন্ড মানি, 3.টপ আপ, 4. একাউন্ট ব্যালেন্স, 5.মাই অ্যাকাউন্ট ,6.রেমিট্যান্স 7.ক্যাশ আউট, 8.মার্চেন্ট পে, 9.টুল কার্ড , 10.লগ আউট ।
উদাহরণস্বরূপ, যদি আপনি উপরের কোডটি ডায়াল করেন, তাহলে আপনার জন্য তৃতীয় বিকল্পটি হল টপ আপ। যা দিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন।
এক্ষেত্রে, তৃতীয় নম্বর পরিষেবাটি ব্যবহার করতে, আপনার কীবোর্ডে "3" টিপুন এবং তারপরে সেন্ড বাটনে ক্লিক করুন ৷
এখান থেকে চাইলে আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
এবং এইভাবে আপনি যে পরিষেবাটি নিতে চান সেই পরিষেবাটির সঠিক নম্বর ডায়াল করে আপনার প্রয়োজনীয় সমস্ত পরিষেবা পেতে পারেন।
রকেট একাউন্ট চেক এপস এর মাধ্যমে
এবার আমি আপনাদের বলতে যাচ্ছি কিভাবে অ্যাপের মাধ্যমে আপনার রকেট অ্যাকাউন্ট চেক করবেন।
আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে, যেখানে আপনি সার্চ বক্সে "Rocket" রকেট টাইপ করুন এবং রকেট অ্যাকাউন্ট App অ্যাপ পাবেন। আপনার মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করুন। তারপর অ্যাপসটি ওপেন করুন। আপনি যখন অ্যাপটি ওপেন করবেন , আপনি মোট তিনটি অপশন দেখতে পাবেন। একটি হল মোবাইল বিকল্প, অন্যটি হল পিন নাম্বার এবং একটি হল লগইন৷
প্রথমত, যেই নাম্বার দিয়ে আপনি রকেট একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি মোবাইল নাম্বার এর ঘরে দিতে হবে, তারপর নিচের ঘরে আপনার রকেট একাউন্টের পিন নাম্বার দিতে হবে, তারপর নিচের লগইন বাটন এ ক্লিক করতে হবে তাহলেই লগইন হয়ে যাবে ।
আপনি যদি আপনার মোবাইল ফোন নম্বর এবং পিন দিয়ে সঠিকভাবে লগ ইন করতে পারেন। তারপর এখানে আপনি বিভিন্ন ধরনের পরিষেবা দেখতে পাবেন। ব্যালেন্সের জন্য tap for balance টেক্সট ক্লিক করুন. এই লেখাটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার রকেট অ্যাকাউন্টে কত টাকা আছে।
Rocket Customer Care Number | রকেট কাস্টমার কেয়ার নাম্বার
কখনও কখনও আমরা রকেট অর্থপ্রদান করার সময় বা অ্যাকাউন্টের সাথে জড়িত লেনদেনে কিছু সমস্যায় পড়ি বা আমাদের রকেট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রাহক সহায়তা প্রয়োজন পড়ে।
উদাহরণস্বরূপ, আমাদের অনেককে রকেট কাস্টমার কেয়ার নাম্বার বা Rocket customer care number খুজতে হয়। যা কখনো কখনো আমাদের মনে থাকে না। আপনি Rocket Customer Care Number এখানে রকেট কাস্টমার কেয়ার নাম্বার পেতে পারেন।
Rocket helpline
আপনি যেকোন সমস্যার সম্মুখীন হলে আপনি তাদেরকে যেকোন সময় বিনা দ্বিধায় কল করতে পারেন।
রকেট একাউন্ট পিন ভুলে গেলে
আপনারা অনেকেই rocket pin recovery জনিত সমস্যায় পরে থাকেন। আজকের পোস্ট এ আপনারা রকেট একাউন্ট পিন লক থেকে নিজের রকেট একাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন। রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় সম্পর্কে জানতে পারবেন।
আপনি যদি আপনার রকেট একাউন্ট পিন ভুলে গিয়ে থাকেন, তাহলে প্রথমে ১৬২১৬ নম্বরে কল করুন। প্রতি মিনিটে ২ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনার মোবাইল ফোনের তালিকায় ব্যালান্সে ৩০ টাকা রেখে রকেট হেল্পলাইন নম্বরে কল করুন।
রকেট পিন পুনরুদ্ধার করার জন্য আপনাকে আপনার রকেট একাউন্ট এর কিছু তথ্য জানতে হবে ।
- Rocket Account এর বর্তমান ব্যালান্স এর পরিমান যানা থাকতে হবে।
- রকেট একাউন্টটি যে আপনার নামে আছে সেই তথ্য মিলতে হবে।
- সর্বশেষ ২ টি আউট গোয়িং লেনদেনের সম্পর্কে জানতে হবে ( যেমন টাকা আপনার রকেট একাউন্ট থেকে খরচ করছেন এমন ২ টি লেনদেন সম্পর্কে জানতে হবে )।
আপনার প্রদান করা তথ্য সঠিক হলে, আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে।
রকেট কাস্টমার কেয়ার নাম্বার কল থেকে থেকে পাওয়া নির্দেশনা অনুসরন করে আপনার পিনটি সহজেই সেট করে নিতে পারবেন।
পরিশেষ
আশা করি পোস্টটি আপনার ভাল লেগেছে। এই পোস্টটি পড়ে আপনি রকেট একাউন্ট চেক করার কোড Rocket Code এবং রকেট একাউন্ট সম্পর্কে অন্যান্য যা তথ্য দরকার তা জানতে পেরেছেন, যদি কোন সমস্যা থাকে তবে কমেন্ট করবেন।