ফেসবুক লক আইডি রিকভারি - facebook locked account recovery

আইডি আনলক করতে প্রথমে আপনাকে কোনো ব্রাউজারে গিয়ে আইডি লগ ইন করতে হবে। আইডি লক হলে প্রায় সবারই "Learn more" অপশনটা আসে। এক্ষেত্রে আনলক করতে কি ...

ফেসবুক আইডি লক হওয়ার মূল কারন "Suspicious Activity"। মানে ফেসবুক বট যদি মনে করে আপনার আইডিতে অস্বাভাবিক কিছু হচ্ছে, তাহলে বট স্বয়ংক্রিয়ভাবে আপনার আইডি লক করে দিতে পারে।

অপরিচিত ডিভাইস/আইপি থেকে লগ ইন করলে, থার্ড পার্টি ওয়েবসাইট/এপে আইডি লগ ইন করলে,একটা আইডি অনেকযায়গায় লগ ইন করলে,অস্বাভাবিকভাবে কন্টাক্ট ইনফো/পাসওয়ার্ড পরিবর্তন করা ছাড়াও আরো কিছু কারন আছে যে কারনে আপনার ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে।


ফেসবুক লক আইডি রিকভারি - facebook locked account recovery

facebook recovery


ফেসবুক লকড আইডি রিকভারি প্রসেসঃ

আইডি আনলক করতে প্রথমে আপনাকে কোনো ব্রাউজারে গিয়ে আইডি লগ ইন করতে হবে। আইডি লক হলে প্রায় সবারই "Learn more" অপশনটা আসে। এক্ষেত্রে আনলক করতে কি ভেরিফাই চাচ্ছে সেটা খুজে পাওয়া যায় না।

এক্ষেত্রে আপনাকে প্রথমে ব্রাউজারের "Desktop site" অপশন অন করে দিবেন। তারপর ফেইসবুকের ওয়েব মোডে(web.facebook.com) যেতে হবে। ওয়েব মোডে গেলে "Learn more" এর যায়গায় "Get started" অপশন পাবেন। যদি অপশন না আসে,তাহলে এই ট্যাব কেটে নতুন ট্যাব ওপেন করে উপরের প্রসেস টা পুনরায় করুন (আরো কিছু মেথড আছে,তবে এটাই বেস্ট)।
"Get started" ক্লিক করে কন্টিনিউ করুন, আপনাকে কোন ভেরিফাই চাচ্ছে, সে পেইজে নিয়ে যাবে। অনেকে বুঝেন না প্রসেস টায় আসলে কি করতে হবে! নীচে এর কিছু প্রসেস সম্পর্কে বলছি।


1. Enter your date of birth:

এই অপশনটায় আপনাকে আপনার আইডিতে দেওয়া ডেট অফ বার্থ দিতে বলবে।মনে রাখবেন, এতে আইডিতে দেওয়া ডেট অফ বার্থই দিতে হবে। এক্ষেত্রে আইডিতে দেওয়া ডেট অফ বার্থ আপনার মনে না থাকলে কিছু করার থাকবে না।


2. Get recovery code:

এই ভেরিফাইয়ে আপনার আইডিতে এড থাকা কন্টাক্ট নম্বর/মেইলে একটা কোড যাবে, সেটা আপনাকে ইনপুট করে সাবমিট দিতে হবে।


3. Identify Recent Comments:

এটায় আপনাকে আপনার আইডি দিয়ে করা কমেন্টগুলা চিনতে হবে। এক্ষেত্রে ৮-১০ টা কমেন্ট থাকবে যেখানে আপনার করা গত কয়েকদিনের ৪-৫ টা কমেন্ট থাকবে।সেগুলো চিনতে পারলে,সেগুলার পাশে একটা ছোট বক্স থাকবে,সেটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন।


4. Ask friends for help:

এ রিকভারি অপশনটা আসে যদি আপনি ট্রাস্টেড কন্টাক্ট হিসাবে ৩/৫ টা আইডি এড রাখেন। আপনাকে তখন একটা লিস্ট দিবে, সেখানে বলা হবে এদের মধ্য থেকে(৩-৫ জনের) ৩ টা কোড ইনপুট করতে। আপনি ওই লিস্টে থাকা ফ্রেন্ডদের বলবেন facebook.com/recover এ যেতে, তারা এই এড্রেসে গেলে লিস্টে আপনার আইডি পাবে,সেখান থেকে একটা কোড পাবে। একেকজনের(৩-৫ জনের) কাছ থেকে এভাবে কোড এনে আপনি সেটা বসিয়ে সাবমিট দিয়ে দিবেন।


5. Login approval:

এ অপশনটায় গেলে আপনি একটা লিস্ট পাবেন যেখানে আপনার আইডি অন্য যেসব ব্রাউজারে লগড ইন আছে, সেটা দেখাবে। সেই ডিভাইস+ব্রাউজার থেকে আপনার ডিভাইসে লগইন এপ্রুভ করতে হবে।


6. Identify Names of Friends:

এই ভেরিফিকেশনে আপনাকে ২-৩ টা ছবি দেখানো হবে, নিচে কয়েকটা নাম থাকবে। আপনাকে ছবি দেখে ফ্রেন্ডের নাম চিনতে হবে। এই প্রসেসে আপনাকে মোট ৫ টা ছবি চিনতে হবে, ২ টা স্কিপ করার সুযোগ পাবেন। বুঝতেই পারছেন, আইডিতে এড থাকা বন্ধুদের আপনি চিনতে না পারলে প্রসেস টা আপনার জন্য নয়। তবে ভয় পাবেন না, বেশিরভাগ আইডিই থাকবে যাদের সাথে আপনার এনগেজমেন্ট বেশি।


7. Confirm Your Identity:

এটা সবচেয়ে জটিল ভেরিফিকেশন প্রসেস! এক্ষেত্রে আপনাকে একটা আইডি কার্ড (ন্যাশনাল আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স etc.) সাবমিট দিতে হবে। তবে কার্ডটার নাম এবং জন্মতারিখ অবশ্যই আইডি এর নাম এবং জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে। যদি এমন হয় যে আপনার আইডি কার্ডের সাথে ফেসবুক আইডির ডেট অফ বার্থের মিল আছে কিন্তু নামের মিল নেই, সেক্ষেত্রে আপনি ফেসবুকের নেইম চেইঞ্জ লিংক থেকে নাম চেইঞ্জ করে আইডি-কার্ড অনুযায়ী দিতে পারবেন। তবে ডেট অফ বার্থ ভুলে গেলে কিছু করার নেই। ডিওবি চেইঞ্জ লিংক লকড আইডিতে এখন কাজ করে না।


***>>Note:আপনারা এই ভেরিফিকেশন করতে গিয়ে কোথাও ভুল করলে/ভেরিফাই করতে না পারলে ভেরিফাই অপশনটা দেখবেন কিছুটা ভ্যাপোরাইজ/আবছা হয়ে গেছে। ভয় পাবেন না, এটা সাময়িক সময়ের জন্য। কয়েক ঘন্টা পরে আবার ভেরিফিকেশন প্রসেস টা এভেইলেবল হয়ে যাবে।

এছাড়াও "Learn more/Get started" অপশন ছাড়াই কিছু ভেরিফাই সরাসরি চলে আসে। যেমন ফেইসলক,Upload a photo ID! এক্ষেত্রে আপনি ওই পেইজটা ভালো করে পড়লে বুঝতে পারবেন কি চাচ্ছে। যেমন আপলোড এ ফটো আইডিতে আপনাকে কখোনো নিজের হাতে আইডি কার্ড নিয়ে ছবি তুলে দিতে বলতে পারে,কখোনো একটা সার্ফেসে কার্ডটা রেখে সেটার ছবি তুলে আপলোড দিতে বলতে পারে অথবা ফেইসলকে আপনাকে ফেইসের রেকর্ডিং করে দিতে বলতে পারে। আপনারা একটু পড়ে দেখলেই বুঝতে পারবেন।
তবে এক্ষেত্রে একটু সমস্যা আছে। দেখা গেল অনেকের ফটো সাবমিট করতে বললে "choose photo" তে ক্লিক করলে সরাসরি আপনাকে ক্যামেরায় নিয়ে যাবে,কিন্তু আপনি চাচ্ছেন ইন্টার্নাল/এক্সটার্নাল স্টোরেজ থেকে ছবি আপলোড দিতে। সেক্ষেত্রে আপনি ব্রাউজারে আইডি লগ ইন করে "Desktop site" অন করে ফেইসবুকের ওয়েব মোড এ গেলে ফাইল ম্যানেজার/গ্যালারি থেকে আপলোড করার অপশন পেয়ে যাবেন।

Facebook recovery সম্পর্কিত পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

Getting Info...

About the Author

Visit My Website SisirBindu

২৫টি মন্তব্য

  1. Date of birth fb te jeta disilam birth certificate e seta nah...fb te ki disilam mone ase...amr confirm your identity option ashtese.. Id unlock krar ki kno upay ase?
    1. অসাধারণ ভাই।। াখুবই উপকার ওইছে
  2. আসসালামু আলাইকুম ভাই। আমার আইডি টা আজ কয়েকদিন আগে লক হইছে অনেক চেষ্টা করলাম এবং সঠিক তথ্য অনুযায়ী কাজ করলাম বাট টিক করতে পারছি না Facebook বলে আমি ভুল তথ্য দিয়েছি,, এখন কি করা আমার আইডি টা আনলক করতে চাই এইবেপারে আমাকে সাহায্য করতে পারবেন পিল্জ
  3. Assalamualaikum vaiya. Amar id ta locked hoyeche.. Akhon amr email e code jabe ei option ta kivabe anbo jodi bolten.
    Ektu help korben.🙏🙏
  4. Prince, আপনার অ্যাকাউন্ট লক করা হয়েছে
    আমরা আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখেছি। এর মানে এই যে কেউ আপনার অজান্তে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেছে।

    ফেব্রুয়ারি 28, 2022 তারিখে অ্যাকাউন্ট লক করা হয়েছে
    আপনাকে সুরক্ষিত রাখতে, আপনার প্রোফাইল Facebook-এ লোকেরা দেখতে পাবে না আর আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না৷
    আপনার অ্যাকাউন্টটি আনলক করতে আমরা আপনাকে কয়েকটি পদক্ষেপের মধ্যে দিয়ে নিয়ে যাব।
    1. ঠিক আছে
  5. My Facebook account has been Locked, Please help me How to unlock my Facebook.
    1. Plzzz help me,,my fb account has been locked
  6. My Facebook account has been Locked, Please help me How to unlock my Facebook.
  7. আমার আইডিটা লক হয়ে অনেক কয়েক দিন
  8. My fb account Has Been locked,, plzzzzz help me
  9. আমার অইডিটি লক হয়ে গেছে
    1. লক হয়ে গেছে
    2. আমার আইডি লক হয়ে কেছে
  10. আসসালামু আলাইকুম ভাই আমার আইডি লক হওয়ার পর আইডি কার্ড দিয়ে ঠিক করেছি কিন্তু জিমেইল চায়,,, কিন্তু জিমেইল তো ভুলে গেছি
  11. আমার আইডি লক হয়ে গেছে, সেখানে এনআইডি চেয়েছে, আমি দিছি কিন্তু এখন ঠিক হয় নি
  12. আমার আইডিটা একটু ঠিক করে দিন প্লিজ, কোনোভাবে হচ্ছে না
  13. যাদের আইডি লক হয়ে গেছে তারা পোস্ট টি ভালোভাবে পড়ে দেখুন সেখানে ফেসবুক লক আইডি রিকভার করার উপায় দেওয়া আছে ধন্যবাদ।
  14. আমার ফেসবুক একাউন্টটি লক হয়ে গেছে প্লিজ হেল্প মি
  15. My facebook locked pls back my facebook account 🥺😔😭😭
  16. ভাইয়া আমার আইডি যে নাম্বার দিয়ে খুলছিলাম সেটা দিয়ে আমার দেখতে পারছিনা আর রিককভারি করতে পারছিনা,,,,এখন ঐ আইডি কেমনে আনব,,,,প্লিজ হেল্প🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
  17. আচ্ছালামু আলাইকু,ভাইয়া আমার আইডি টা আইডি কার্ডের ছবি আপলোড করার পর অফিসিয়াল আইডি খুঁজতেছে,সে ক্ষেত্রে আমি কি করব,একটু জানাবেন
  18. ভাইয়া আমার আই ডি লক হইছে এবং আমার জনমো তারিখ টা ও সঠিকভাবে মনে নাই তাহলে কিভাবে আই ডি খুলবো
  19. আমার ফেইসবুক একাউন্ট লক হয়ে গেছে আমি কিভাবে রিকবার করতে পারি এটা একটা খুব ভালো একটা ফেইসবুক একাউন্ট
  20. Account locked on February 12, 2023

    আমি সব ধরনের চেষ্টা করছি এখনো আমার আইডি খুলছে না এই আইডি কত দিন পর খুলবে আমাকে একটু সাহায্য করুন আমার আইডি টা অনেক দরকারি