ফেসবুক আইডি লক হওয়ার মূল কারন "Suspicious Activity"। মানে ফেসবুক বট যদি মনে করে আপনার আইডিতে অস্বাভাবিক কিছু হচ্ছে, তাহলে বট স্বয়ংক্রিয়ভাবে আপনার আইডি লক করে দিতে পারে।
অপরিচিত ডিভাইস/আইপি থেকে লগ ইন করলে, থার্ড পার্টি ওয়েবসাইট/এপে আইডি লগ ইন করলে,একটা আইডি অনেকযায়গায় লগ ইন করলে,অস্বাভাবিকভাবে কন্টাক্ট ইনফো/পাসওয়ার্ড পরিবর্তন করা ছাড়াও আরো কিছু কারন আছে যে কারনে আপনার ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে।
![]() |
facebook recovery |
ফেসবুক লকড আইডি রিকভারি প্রসেসঃ
আইডি আনলক করতে প্রথমে আপনাকে কোনো ব্রাউজারে গিয়ে আইডি লগ ইন করতে হবে। আইডি লক হলে প্রায় সবারই "Learn more" অপশনটা আসে। এক্ষেত্রে আনলক করতে কি ভেরিফাই চাচ্ছে সেটা খুজে পাওয়া যায় না।
1. Enter your date of birth:
এই অপশনটায় আপনাকে আপনার আইডিতে দেওয়া ডেট অফ বার্থ দিতে বলবে।মনে রাখবেন, এতে আইডিতে দেওয়া ডেট অফ বার্থই দিতে হবে। এক্ষেত্রে আইডিতে দেওয়া ডেট অফ বার্থ আপনার মনে না থাকলে কিছু করার থাকবে না।
2. Get recovery code:
এই ভেরিফাইয়ে আপনার আইডিতে এড থাকা কন্টাক্ট নম্বর/মেইলে একটা কোড যাবে, সেটা আপনাকে ইনপুট করে সাবমিট দিতে হবে।
3. Identify Recent Comments:
এটায় আপনাকে আপনার আইডি দিয়ে করা কমেন্টগুলা চিনতে হবে। এক্ষেত্রে ৮-১০ টা কমেন্ট থাকবে যেখানে আপনার করা গত কয়েকদিনের ৪-৫ টা কমেন্ট থাকবে।সেগুলো চিনতে পারলে,সেগুলার পাশে একটা ছোট বক্স থাকবে,সেটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন।
4. Ask friends for help:
এ রিকভারি অপশনটা আসে যদি আপনি ট্রাস্টেড কন্টাক্ট হিসাবে ৩/৫ টা আইডি এড রাখেন। আপনাকে তখন একটা লিস্ট দিবে, সেখানে বলা হবে এদের মধ্য থেকে(৩-৫ জনের) ৩ টা কোড ইনপুট করতে। আপনি ওই লিস্টে থাকা ফ্রেন্ডদের বলবেন facebook.com/recover এ যেতে, তারা এই এড্রেসে গেলে লিস্টে আপনার আইডি পাবে,সেখান থেকে একটা কোড পাবে। একেকজনের(৩-৫ জনের) কাছ থেকে এভাবে কোড এনে আপনি সেটা বসিয়ে সাবমিট দিয়ে দিবেন।
5. Login approval:
এ অপশনটায় গেলে আপনি একটা লিস্ট পাবেন যেখানে আপনার আইডি অন্য যেসব ব্রাউজারে লগড ইন আছে, সেটা দেখাবে। সেই ডিভাইস+ব্রাউজার থেকে আপনার ডিভাইসে লগইন এপ্রুভ করতে হবে।
6. Identify Names of Friends:
এই ভেরিফিকেশনে আপনাকে ২-৩ টা ছবি দেখানো হবে, নিচে কয়েকটা নাম থাকবে। আপনাকে ছবি দেখে ফ্রেন্ডের নাম চিনতে হবে। এই প্রসেসে আপনাকে মোট ৫ টা ছবি চিনতে হবে, ২ টা স্কিপ করার সুযোগ পাবেন। বুঝতেই পারছেন, আইডিতে এড থাকা বন্ধুদের আপনি চিনতে না পারলে প্রসেস টা আপনার জন্য নয়। তবে ভয় পাবেন না, বেশিরভাগ আইডিই থাকবে যাদের সাথে আপনার এনগেজমেন্ট বেশি।
7. Confirm Your Identity:
এটা সবচেয়ে জটিল ভেরিফিকেশন প্রসেস! এক্ষেত্রে আপনাকে একটা আইডি কার্ড (ন্যাশনাল আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স etc.) সাবমিট দিতে হবে। তবে কার্ডটার নাম এবং জন্মতারিখ অবশ্যই আইডি এর নাম এবং জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে। যদি এমন হয় যে আপনার আইডি কার্ডের সাথে ফেসবুক আইডির ডেট অফ বার্থের মিল আছে কিন্তু নামের মিল নেই, সেক্ষেত্রে আপনি ফেসবুকের নেইম চেইঞ্জ লিংক থেকে নাম চেইঞ্জ করে আইডি-কার্ড অনুযায়ী দিতে পারবেন। তবে ডেট অফ বার্থ ভুলে গেলে কিছু করার নেই। ডিওবি চেইঞ্জ লিংক লকড আইডিতে এখন কাজ করে না।
Facebook recovery সম্পর্কিত পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।