অধিকাংশ সময়েই দ্রুত গতির ইন্টারনেট থাকলেও মোবাইলে আমরা ইন্টারনেটের খুব একটাভালো স্পিড পাই না। নির্দিষ্ট কিছু ছোট বিষয়ে খেয়াল রাখলে আমাদের মোবাইলের ইন্টারনেটের গতি বাড়তে পারে। আসুন জেনে নেই সেইসব উপায়।
মোবাইলে ইন্টারনেটের স্পিড বাড়ানোর উপায়
১. মোবাইলে দরকার নেই এমন অ্যাপগুলি আনইনস্টল করে ফেলুন। মোবাইলে অতিরিক্ত অ্যাপ ইন্সটল করা থাকলে সেগুলো ফোনকে ধীর করে দেয় তাই অদরকারি অ্যাপস আনইন্সটল করে শুধু প্রয়োজনীয় অ্যাপ রাখলে আপনার ফোন আগের থেকে অনেক বেশী দ্রুত কাজ করবে এবং ইন্টারনেটের গতি বৃদ্ধি করবে।
২. এরপর মোবাইল এর ইন্টার্নাল স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। যদি বেশি স্টোরেজ এর প্রয়োজন হয় তাহলে মেমোরি কার্ড ইউজ করতে পারেন।
৩. অবশ্যই মোবাইল এর 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করে ফেলুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও অনেক স্লো করে দেয়। যার ফলে আপনার ফোন স্লো হয়ে যায় এবং ইন্টারনেট ধীরগতিতে হয়ে যায় তাই সেটিং থেকে অ্যাপগুলোর ক্যাশ ডাটা ক্লিয়ার করে ফেলুন।
৪. নেটওয়ার্ক টাইপ 4G ছিলেক্ট করুন। বর্তমানে স্মার্টফোনে এর ইন্টারনেট 3G 4G-কে ছাড়িয়ে গেছে এবং কিছু এলাকায় 5G চালু হয়েছে। আপনার ফোন সেটিংসে, নেটওয়ার্ক সংযোগ সেটিংস বিভাগ থেকে সর্বশেষ পছন্দের নেটওয়ার্ক প্রকারটি নির্বাচন করুন৷ সেটিং থেকে নেটওয়ার্ক টাইপ 4G সিলেক্ট করুন।
৫. যদি এসডি কার্ড ইউজ করেন তাহলে এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও অনেক স্লো করে দেবে।
৬. আপনার ফোন বন্ধ করুন এবং চালু করুন। সহজ কিন্তু কার্যকর, এটি আপনার ইন্টারনেট স্পিড অনেক বাড়িয়ে দেয় ৷ আপনি যত বেশি এটি করবেন, ইন্টারনেট সংযোগ তত ভাল হবে।
৭. এরপর আপনি আপনার মোবাইলের অতিরিক্ত ফাইল ডিলিট করার জন্য অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের ইন্টারনেট স্পিডকে বাড়াবে।